চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমিরের ইনসুইংয়ে ইনজুরিতে রোহিত

এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেলেও ইনজুরি যেন ভারতকে ছাড়ছে না। অধিনায়ক ধোনির পর গোড়ালীতে ইনজুরির কবলে পড়েন শিখর ধাওয়ান, এবার ইনজুরিতে পড়লো ওপেনার রোহিত শর্মা।

আমিরের করা ইনিংসের প্রথম বল গিয়ে সরাসরি আঘাত হানে রোহিতের বাম পায়ে। দুর্দান্ত বলে অনেকটাই হতভম্ব হয়ে যান রোহিত। পরের বলটি আরো দুর্দান্ত করেন আমির। এবার ফুল লেন্থের ইনসুইঙ্গারে ভারতীয় ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁ-হাতি পেসার।

এদিকে পরপর দুবার পায়ে বল আঘাত হানায় বড় ধরনের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক এক্স-রে করানো হয়েছে রোহিত। এক্স-রের ফলাফল এখনো পাওয়া না গেলেও আগামী ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা দাবি করছে, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ। দুই ওপেনারই শ্রীলঙ্কার বিপক্ষে বাইরে চলে গেলে তখন নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে ভাবতে হবে ভারতকে।

ওপেনার হিসেবেই অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা যেতে পারে পার্থিব পটেলকে। যদিও সেই সম্ভবনা প্রায় নেই। রোহিতের যা চোট তাতে তিনিই খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।