Site icon চ্যানেল আই অনলাইন

‘আমাদের অধিনায়কই তো পেস অলরাউন্ডার’

মিনহাজুল আবেদিন নান্নু

Advertisements

ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় চার পেস অলরাউন্ডার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সাজিয়েছে সাউথ আফ্রিকা। সে হিসেবে বাংলাদেশ দলে পেস অলরাউন্ডার নেই বললেই চলে। ১৫ সদস্যের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে পেস বোলিং অলরাউন্ডার প্রসঙ্গটি তাই উঠলই। প্রধান নির্বাচক মিনহাজুল নান্নু বললেন, আমাদের অধিনায়কই তো পেস বোলিং অলরাউন্ডার।

মাশরাফির ব্যাটিংয়ের উপর ভরসা রাখতেই পারেন নির্বাচকরা। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ৫৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন মাশরাফি। প্রিমিয়ার লিগের ম্যাচেও দেখা যাচ্ছে মাশরাফির ব্যাটে আগের ছন্দ। প্রধান নির্বাচকের বিশ্বাস, এমন এক-দুটি ইনিংস ব্যবধান গড়ে দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

মূল দলে মাশরাফি একাই পেস অলরাউন্ডার। অপেক্ষমান তালিকায় থাকা মোহাম্মদ সাউফউদ্দিন পেস বোলিং অলরাউন্ডার।

কেন দলে একাধিক পেস অলরাউন্ডার রাখা যায়নি এ প্রসঙ্গে মিনহাজুল বলেন, ‘আমরা মাত্রই দলে পেস অলরাউন্ডার নেয়া শুরু করেছি। সাইফউদ্দিনকে আমরা ইতোমধ্যেই টি-টুয়েন্টি খেলিয়েছি। ওকে আরও উন্নতি করতে হবে। তাছাড়া আন্তর্জঅতিক অঙ্গনে তাকে প্রতিষ্ঠিত হতে আরও সময় নিতে হবে।

Exit mobile version