চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আমাদের মনের ভয়-দ্বিধা ভুলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম

শরদিন্দু ভট্টাচার্য্য টুটুলশরদিন্দু ভট্টাচার্য্য টুটুল
6:56 অপরাহ্ন 20, ডিসেম্বর 2020
মতামত
A A
অন্যায়
Advertisements

প্রত্যেক সমাজের মানুষের কাছে অহংকার করার মতো কিছু বিষয়-আশয় থাকে। সমাজের মানুষ নিঃশর্তভাবে তাদের পক্ষের শক্তির কাছে আত্মসমর্পণ করে নিজেদের বাঁচার তাগিদে। এদেশের মানুষ যখন ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দেয়, তখন তারা ভেবেছিল পাকিস্তান নামক রাষ্ট্র ব্যবস্থার ছায়াতলে বসবাস করেই তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটবে। কিন্তু দিন কয়েক পরেই তারা বুঝতে পারলো পাকিস্তান নামক রাষ্ট্র ব্যবস্থাটি মূলত পঙ্গু ও মানুষ নির্যাতনকারী একটি রাষ্ট্র ব্যবস্থা। সেখানে পূর্ববঙ্গের মানুষের অর্থাৎ বাঙালিদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। এই পাকিস্তান নামক রাষ্ট্র ব্যবস্থাটি শুধু পশ্চিম পাকিস্তানের মানুষের চাওয়া-পাওয়াগুলো মেটাবে। বাঙালিদের ভবিষ্যত বলতে পাকিস্তানে কিছুই থাকবে না। পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙালিদেরকে বৈষম্যের বেড়াজালে আবদ্ধ রেখে চরম এক অব্যবস্থার মধ্যে নিক্ষেপ করবে। বাঙালিরা বৈষম্যের যাঁতাকলে পিষ্ট হয়ে সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত হবে।

ঘটনাও তাই ঘটল। দেখা গেল রাষ্ট্রের কাছে নাগরিকের যে অধিকারটুকু সংরক্ষিত থাকে, তাদের সেই অধিকারটুকু পাকিস্তান নামক রাষ্ট্র দ্বারাই বার বার পদদলিত হচ্ছে। পূর্ববঙ্গের একশ্রেণির রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে শুধু পাকিস্তানের নেতাদের কথামত এদেশের মানুষের উপর শাসন-শোষন শুরু করে। এ দেশের মানুষ ১৯৪৮ সালেই বুঝল অনেক সংগ্রাম আন্দোলন আর রক্তক্ষয়ের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছে, তাতে তারা শুধু লোভী মেরুদণ্ডহীন নেতাদের ক্ষমতায় যাবার হাতিয়ার হিসাবেই ব্যবহৃত হবে। এ ছাড়া আর কিছুই পাবে না। ১৯৪৮ ইংরেজীতেই মানুষ পাকিস্তান নামক রাষ্ট্র ব্যবস্থার নির্যাতনে স্টিমরোলার থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের শেষ পরিণতি হচ্ছে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ।

পশ্চিম পাকিস্তানীরা বুঝতে পেরেছিল পূর্ববঙ্গের বাঙালিদের শোষণের যাঁতাকলে পিষ্ট করতে হলে প্রথমেই তাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত করতে হবে। শুধু লাঠিপেটা করে বাঙালি জনগোষ্ঠীকে দমিয়ে রাখা যাবে না। আমরা জানি একটা জাতি তখনই দেউলিয়া হয়ে পড়ে, যখন সে তার ভাষা ও সংস্কৃতি থেকে উৎখাত হয়ে যায়। ভাষা ও সংস্কৃতি থেকে একটা জাতিকে উৎখাত করতে পারলে তখন তাকে মনের ইচ্ছেমতো চালনা করা যায়। তাই দেখা যায়, পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদেরকে চিরকালের জন্য পদানত করে রাখার অভিপ্রায়ে আমাদের ভাষা ও সংস্কৃতি থেকে আমাদেরকে উৎখাত করার জন্যে প্রথম পদক্ষেপ গ্রহণ করে। দুই পাকিস্তানের মধ্যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিদের মুখের ভাষা বাংলাভাষার কোনো ধরনের মূল্যায়ন না করে, পাকিস্তানের কোনো অঞ্চলের মানুষের মুখের ভাষা না হওয়া সত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা রূপে এদেশের সংস্কৃতিকবান বাঙালিদের ওপর চাপিয়ে দিতে চাইল।

পশ্চিম পাকিস্তানীরা ভেবেছিল বাঙালিরা ওদের চোখ রাঙ্গানি দেখে তাদের অন্যায় আচরণ মেনে নেবে। এখানেই পাকিস্তানীরা তাদের সরল অংকে বিরাট ভুল করেছিল। বাঙালিদের মুখের ভাষারূপে অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইলে এই দেশের বীর বাঙালি অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে গর্জে উঠে বলল মানি না, মানি না। আমাদের আলাদা সমৃদ্ধ সংস্কৃতি ও বাংলাভাষা থাকতে আমরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেবো। শুরু হলো বিক্ষোভ, আন্দোলন সংগ্রাম। সেই বিক্ষোভ আন্দোলনের পথ ধরে আমাদের ১৯৫২ এর ভাষা আন্দোলনের রক্তাক্ত প্রচ্ছদপট যেমন আমাদের ভাষার দাবীকে প্রতিষ্ঠিত করল, তেমনি করে ১৯৫২ এর ভাষা আন্দোলন আমাদেরকে এতোটাই উজ্জীবিত করল যে, আমরা আমাদের মনের সকল ভয় দ্বিধা ভুলে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম নতুন দিনের নতুন সূর্যর স্বপ্নে। ৫৪ এর নির্বাচনে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর চরম বিপর্যয় ঘটল। আর ৬২ এর শিক্ষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনে এদেশের মানুষ অংশগ্রহণ করেছিল সৎ সাহস নিয়ে। ১৯৬৯ এর সনের গণজাগরণের মাধ্যমে এদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ও তাদের এদেশীয় দালালদের বুঝিয়ে দিলো, এই বঙ্গীয় বদ্বীপে তাদের দিন শেষ হয়ে গেছে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়ের মাধ্যমেই পাকিস্তান নামের রাষ্ট্রের মৃত্যুঘণ্টা বেজে যায়। মূলত বঙ্গবন্ধুর একক নেতৃত্ব বাঙালিদেরকে একটি জায়গায় দাঁড় করিয়েছিল স্বাধীনতার রক্তিম চেতনায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সকল নির্যাতন সহ্য করে বাঙালিকে দিয়ে গেছেন যোগ্য নেতৃত্ব। তার যোগ্য নেতৃত্বের জন্যই বাঙালি ঐক্যবদ্ধ হতে পেরেছিল। বার বার তাকে কারাবরণ থেকে শুরু করে অকথ্য নির্যাতন পর্যন্ত সহ্য করতে হয়েছে। তারপরও তিনি বাঙালির স্বাধীনতার ব্যাপারে একবারও আপোষ করেননি। তিনি আপোষ করেননি বলেই বাঙালি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হতে পেরেছিল।

বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন নিয়ে অনেকে অনেক কিছু বললেও শেষে দেখা যায়, এই ছয় দফা আন্দোলনই ছিল এ অঞ্চলের বাঙালি জনমানুষের প্রাণের দাবী নিয়ে গড়ে উঠা একটি নিয়মতান্ত্রিক আন্দোলন। অনেক সমালোচনা এসেছে। অনেকে অনেক কিছু বলেছেন বুঝে হোক আর না বুঝেই হোক। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বঙ্গবন্ধুর এই ছয় দফা আন্দোলনই আমাদের মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছে নির্ভুলভাবে। কোনো ধরনের ভুল ভ্রান্তি এই আন্দোলনকে বিপথগামী করতে পারেনি। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সাড়া দিল। মানুষের প্রাণের দাবী নিয়ে বঙ্গবন্ধু এই আন্দোলনের ডাক দিয়ে ছিলেন বলেই মানুষ তার ডাকে সাড়া দিয়ে ছিল। মানুষও চাইছিল না পাকিস্তান নামক পঙ্গু ও অথর্ব একটা রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকতে। তার প্রমাণ পাই আমরা যখন দেখি মানুষ ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ভোটাধিকারের মাধ্যমে এককভাবে বিজয়ী করে আনে।

পশ্চিম পাকিস্তানিরা মানুষের এই ভোটের ভাষাকে বুঝতে পারেনি। যার জন্য পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশের জন্ম হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, শোষকরা কোনো সময় মানুষের অন্তরের ভাষা বুঝতে পারে না। ভাবে লাঠি, গুলি, টিআর গ্যাসের মাধ্যমেই মানুষকে দমন করা যায়। পশ্চিম পাকিস্তানিরা যখন বিজয়ী বাঙালিদের হাতে ক্ষমতা দিতে চাইল না তখনইতো বিপত্তি দেখা দিলো। বঙ্গবন্ধু এদেশের মানুষের ওপর অগাধ বিশ্বাস রেখে বাঙালির অধিকারের প্রশ্নে কখনো একচুলও আপোষ করেননি। তার কথায় এদেশের মানুষ আস্থা রেখে তিনি যা বলতেন তাই শুনতো। আমরা দেখতে পাই ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে নির্দেশনা দেন, তা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছিল। মানুষ বুঝে নিয়েছিল তাদের সুন্দর ভবিষ্যত গড়তে হলে বঙ্গবন্ধুর নেতৃত্বের ছায়াতলে দাঁড়ানো ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নাই। মানুষ এটাও বুঝেছিল পশ্চিম পাকিস্তানিরা রাষ্ট্রের সবকিছু নিজেদের করে নেবে। ব্যবসাপাতি, ভাল চাকরি সবকিছু পাকিস্তানিরা নিজেদের দখলে নিয়ে নিবে। তাই মানুষ বঙ্গবন্ধুকে নেতা বানিয়েছিল নিজেদের চাওয়া-পাওয়ার তাগিদে।

বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে কোনো রকম সহিংসতা ছিল না। অসহযোগ আন্দোলনের কোথাও কখনোই সহিংসতা দেখা যায়নি। আন্দোলনের মূলমন্ত্রই ছিল অসহিংসতা। বঙ্গবন্ধু সেই অসহিংস আন্দোলন শত্রুপক্ষের দিক থেকে কখনো আঘাত না আসা পর্যন্ত সহিংসতার রূপ নেয়নি। ২৫শে মার্চের গণহত্যার পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন কখনো সহিংসতার রূপ ধারণ করেনি। কেননা এই আন্দোলনের উপর বঙ্গবন্ধুর পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। বঙ্গবন্ধুর তার অসহযোগ আন্দোলনকে অসহিংস রূপ দিতে পেরেছিলেন তার নেতৃত্বের দক্ষতার প্রখরতার জন্যে। এই অসহযোগ আন্দোলনের আগুনে পুড়ে ছারখার হয়ে যায় পাকিস্তান নামক রাষ্ট্রটি।

২৫শে মার্চের কালরাত্রির গণহত্যার কথা সকলেই জানেন। তার পরিপ্রেক্ষিতেই বাঙালির নয়মাসের মুক্তিসংগ্রাম। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এর আগেই বঙ্গবন্ধু ওয়ারলেসের মাধ্যমে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। এদেশের মুক্তিপাগল মানুষ নয়মাস মুক্তিসংগ্রাম চালিয়ে গেছে বঙ্গবন্ধুর নামের ওপর। পাকিস্তানের সেনাবাহিনী ও এদেশের তাদের দোসর অর্থাৎ দালালরা বাঙালির ওপর চালালো হত্যা, নির্যাতন, ধর্ষণসহ এককথায় যত প্রকার নির্যাতন করা যায়, তার সবকিছুই তারা নিরস্ত্র বাঙালির উপর সংঘটিত করেছিলো। তারা ভেবেছিল হত্যা, লুঠপাট, ধর্ষণ ইত্যাদির মাধ্যমে এদেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে। কিন্তু মুক্তিপাগল বাঙালি সকল প্রকার ভয়-জুলুম উপেক্ষা করে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ল এবং তারা বিজয়ী হলো। এদেশের বাঙালিরা জানতো ও বিশ্বাস করতো তাদের একজন নেতা আছেন। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি বাঙালির সুখ, শান্তির জন্য সকল প্রকার নির্যাতন সহ্য করে যান হাসিমুখে। যার নেতৃত্ব এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন বিকাশমান শ্বাশত সত্য সুন্দরের দিকে। যেখানে সবকিছুর ঊর্ধ্বে থাকবে মানুষ। মানুষ কেবল সুন্দরের কথা বলবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই বাংলাদেশ। যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় একদল মানুষ আরেক দল অসহায় মানুষকে শোষনের যাঁতাকলে পিষ্ট করবে না।

কিন্তু প্রতিক্রিয়াশীল উগ্রদক্ষিণপন্থীরা এবং এদেশের তৎকালীন সময়ের নকশালপন্থী উগ্র বামধারার একটা মহল বঙ্গবন্ধুর প্রার্থীত স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপর ৭৫ এর পটপরিবর্তন আমাদের দেশমাতৃকার প্রগতিশীল ধারাকে লণ্ডভণ্ড করে দিল। যে পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানি উগ্র সাম্প্রদায়িক ধারায়। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন দেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুতেই পাকিস্তানি আমলের বৈষম্যকে আবার পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু হয়। সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেয়া হলো। সংখ্যালঘুদেরকে পরোক্ষভাবে দ্বিতীয় শ্রেণির নাগরিকের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন থেকেই।

এককথায় যে স্বপ্ন আর আশা নিয়ে আমাদের দেশের অসম্প্রদায়িক জনগণ পাকিস্তান নামক রাষ্ট্র ব্যবস্থা থেকে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের মূল্যে স্বাধীন সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থা অর্জন করেছিল, সেই সেক্যুলার রাষ্ট্র ব্যবস্থার প্রগতির চাকাকে আবার পিছনমুখী করতে মরিয়া হয়ে উঠে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতার পক্ষ শক্তি এখনও খুব সচেতন বলেই আজও দেশের মানুষ সুন্দরের স্বপ্ন দেখে থাকে। সাময়িকভাবে দেশের প্রগতিশীল জনগোষ্ঠী কিছুটা আশাহত হলেও, তারপরও তারা নতুন করে জয় বাংলা স্লোগানের মন্ত্রে আবার জেগে উঠেছে।

শাহবাগ থেকে জয় বাংলা স্লোগানের সাথে সাথে যখন স্লোগান উঠে “তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি” তখন আমরা প্রগতিশীল জনগোষ্ঠীর লোকেরা সহজেই বুঝে নিতে পারি, এদেশের সেক্যুলার বাঙালি এখনও আগের মতোই তাদের সেক্যুলার নীতি আদর্শকে বুকের গভীরতর গভীরে ধরে রেখেছে। ৭৫ এর পটপরিবর্তনের পর থেকে যতোই চেষ্টা করা হয়েছে পাকিস্তানি উগ্র সাম্প্রদায়িক ধারা এদেশে আবার প্রতিষ্ঠিত করতে ততোবারই উগ্রবাদীরা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে এই জন্য যে, এদেশের অসাম্প্রদায়িক বাঙালিকে তাদের অসম্প্রদায়িক চেতনা থেকে বিন্দুমাত্রও উগ্রপন্থীরা সরাতে পারেনি বলে। তাদেরকে অর্থাৎ স্বাধীনতার পক্ষ শক্তির মানুষকে যখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখনই সেক্যুলার বাঙালি নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের মধ্যে আরও বেশি করে ধারণ করে রেখেছে। এদেশের প্রগতিশীল মানুষের রক্তের ধারায় অগ্নিবীণার মতো সকল সময় বেজে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার গান। তাই এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যে কোন কর্মকাণ্ডকে মনে প্রাণে ঘৃণা করে থাকে।

বিরুদ্ধবাদীরা চেষ্টা করেছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে। কিন্তু বিরুদ্ধবাদীদের অপপ্রচারের ফাঁদে পা না দিয়ে, আমাদের দেশের মানুষ সব ভেদাভেদ ভুলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারীদের রুখে দাঁড়িয়েছে নিজেদের অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল স্বপ্ন নিয়ে। বাঙালির সেই প্রগতিশীল সেক্যুলার স্বপ্নকেই ভয় পায় বিরুদ্ধবাদী চরম প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থীরা। তাই অসম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ এবং ৭১ এর মুক্তিযুদ্ধের মন্ত্রে বলীয়ান আমরা দেশবাসীর ভয় পাবার কিছু নেই। কেননা আমরাতো জানি ও বিশ্বাস করি এবং স্বগৌরবে চিৎকার করে স্লোগান দিয়ে থাকি, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: অন্যায়পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ জেলায় শীতবস্ত্র দিলো ৩৮তম বিসিএস পরিবার

পরবর্তী

স্টার হওয়া বা কোটি টাকা কামানোর জন্য অভিনয় করি না: চঞ্চল

পরবর্তী

স্টার হওয়া বা কোটি টাকা কামানোর জন্য অভিনয় করি না: চঞ্চল

কৃষক আন্দোলনের মুখে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্ত আংশিক বন্ধ

সর্বশেষ

ছবি: কানাডা প্রতিনিধি

ব্যয় কমাতে কানাডায় বহু সরকারি কর্মচারীদের ছাঁটাই নোটিশ

জানুয়ারি 27, 2026
ছবি: সংগৃহীত

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স

জানুয়ারি 27, 2026

সাংবাদিকদের ওপর হামলায় ১৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

জানুয়ারি 27, 2026
ছবি: সংগৃহীত

গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করা খুব জরুরি: আলী রীয়াজ

জানুয়ারি 27, 2026
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা যেকোনো দিন

জানুয়ারি 27, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version