চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আবৃত্তি অনলাইন’-এর উদ্যোগে শোকাহত আগস্ট

অবরুদ্ধ এই সময়ে অর্থবহ ও শুদ্ধ বিনোদনের সুন্দরতম মাধ্যম আবৃত্তি অনলাইন…

শিক্ষা-সংস্কৃতি, জীবন-জীবিকা, ইতিহাস-ঐতিহ্য, স্বপ্ন-বাস্তবতা ও দুঃখ-বেদনার বাহন হচ্ছে কবিতা। বিচক্ষণতা, ঔদার্য ও বিবেচনাবোধ আধুনিক বিশ্বের সমকালীন সমাজে কবিতাকে স্বাতন্ত্র্যমণ্ডিত করে তুলেছে । আর আবৃত্তি কবিতায় প্রাণ স্থাপন করে।

তারই ধারাবাহিকতায় ‘আবৃত্তি অনলাইন’ এর নিয়মিত আয়োজনে সমন্বিত ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের মাঝে আবৃত্তির অপূর্ব অনুরণন ছড়াতে সক্ষম হয়েছেন। শোকাবহ ১৫ আগস্ট স্মরণেও হচ্ছে না ব্যতিক্রম।

১৫ আগস্ট স্মরণে কবিতা আবৃত্তির মাধ্যমে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে লাইভে আসছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পীরা।

আয়োজকরা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বাঙালি জাতীর ধমনীতে নিরন্তর প্রবহমান। আবৃত্তি অনলাইন তাদের দর্শক-শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছে, এই বিশেষ আয়োজনে সাথে থেকে যথাযথ মর্যাদার সাথে এই শোকাবহ মাসের বিশেষ দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা হচ্ছেন: হাসান আরিফ , শিমুল মুস্তাফা, মো. আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, মেহেদি হাসান, মীর মাসরুর জামান রনি ও নায়লা তারান্নুম কাকলি।