রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ ছয় ক্লাব খেলবে সুপার লিগে। দ্বিতীয় দল হিসেবে সেই পথের সন্ধান পেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টানা সাত ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করে আবাহনী। বুধবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে আবাহনীর পেছনে এখন দোলেশ্বর।
সমান ১০ ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান এক পয়েন্টের। আবাহনী ১৪, দোলেশ্বর ১৩।
বুধবার বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের দেয়া ২০৪ রানের লক্ষ্য ৪৬.২ ওভারে সাত উইকেট হারিয়ে টপকায় দোলেশ্বর। ফরহাদ হোসেন সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া মার্শাল আইয়ুব ৪২ ও জোহাব খান করেন ৪১ রান।
শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক নেন দুটি করে উইকেট। ইসামুল আহসান ও জাহিদ জাভেদ নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৩ রান তোলে অগ্রণী। ১০২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসলে ধীরগতিতে ব্যাট চালায় টেলএন্ডার ব্যাটসম্যানরা।
সপ্তম উইকেটে ৮৩ রানের জুটি গড়লে দুইশর মুখ দেখে অগ্রণী ব্যাংক। সামসুল ইসলাম ৬৪ রানে অপরাজিত থাকেন। ৪৬ রানের ইনিংস খেলে আউট হন ইসামুল।
শরিফউল্লাহ ও জোহাব খান নেন তিনটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মামুন হোসেন।








