ঢাকা প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে সুপার লিগের প্রথম রাউন্ডে প্রাইমের কাছে পাত্তাই পায়নি আকাশী-নীলরা। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের দল গুটিয়ে যায় দেড়শর আগেই।
৩২.২ ওভার ব্যাট করে আবাহনী ১৩১ রানে অলআউট হয়। মোসাদ্দেক ৬৫ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। ৯৫ রানে ৮ উইকেট হারানো দলকে দেড়শর কাছে নিয়ে যান আবাহনী অধিনায়ক। লিটন দাস করেন ২৩ ও মো: সাউফউদ্দিন ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
রাকিবুল হাসান ও নাসির হোসেন নেন তিনটি করে উইকেট। শেখ মেহেদী হাসান ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় প্রাইম ব্যাংক। ৭৭ রানের ইনিংস খেলে এনামুল হক বিজয় লিগে আটশ রানের মাইলফলক অতিক্রম করেন।
শাহাদাত হোসেন দীপুকে নিয়ে গড়েন ৯৭ রানের ওপনিং জুটি। মো: মিঠুনের ৪৩, ইয়াসির আলির ৪২ ও শেখ মেহেদী হাসানের ৩৪ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পৌঁনে তিনশর কাছাকাছি সংগ্রহ গড়ে প্রাইম।
আবাহনীর শ্রীলঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা তিনটি ও মো: সাইফউদ্দিন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম ও মোসাদ্দেক।







