Site icon চ্যানেল আই অনলাইন

আবারও ট্রেন দুর্ঘটনা, দু’টি বগিতে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছাড়ার পর পরই এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উল্লাপাড়া স্টেশনে ১ নম্বর লাইনে কাজ চলছিল। এজন্য ট্রেনটিকে ২ নম্বরে সিগনাল দেয়া হয়। তবে সিগনাল না মেনে চলন্ত ট্রেনটি ১ নম্বর লাইনে উঠে যায়। পরে লাইন না পেয়ে চলন্ত রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘুরে যায়। এ ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং দুটি বগিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লাপাড়ার ওসি গোলাম মোস্তফা জানান: আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ট্রেনের বগিগুলো সরিয়ে নিতে কাজ চলছে। আহতরা স্থানীয় কাউক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। 

দুর্ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।

Exit mobile version