Site icon চ্যানেল আই অনলাইন

আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন ক্যামেরুন

Advertisements

মিশরকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের (অ্যাফকন) শিরোপা জিতেছে ক্যামেরুন। ফাইনালে মিশরীয়দের ২-১ গােলে হারিয়ে শিরোপা জেতে অাফ্রিকার অদম্য সিংহরা। এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চম ট্রফি। তবে সর্বোচ্চ অষ্টম শিরোপা কাছে গিয়েও শেষ পর্যন্ত বঞ্চিত হলো মিশর।

গ্যাবনের লিবরেভিল স্তাদে ডি’অ্যানগোনজে স্টেডিয়ামে শুরুতেই লিড পায় সর্বশেষ ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া মিশর। ২২ মিনিটে মোহাম্মদ এল নেনির গোলে এগিয়ে যায় তারা। পরে লিড নিয়েই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ক্যামেরুন। ৫৯ মিনিটে বেনজামিন মোকানদিজো বিলের সহায়তায় নিকোলাস এন’কলু গোল করলে সমতা ফেরে তারা।

খেলার প্রায় শেষ দিকে শুরু হয় নাটকীয়তা। ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে মিশর শিবিরকে স্তব্ধ করে দেন ক্যামেরুনের পাতে আবুবকর। সিবাস্তেইন সিয়ানির ক্রস গোলটি করেন তিনি। আর তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ক্যামেরুন।

এবারে জয়ে ১৫ বছর পর শিরোপা উদ্ধার করলো ক্যামেরুন। সর্বশেষ ২০০২ সালে সেনেগালের বিপক্ষে জিতেছিল দলটি। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত অ্যাফকন কাপের পরের আসর হবে চ্যাম্পিয়ন ক্যামেরুনই।

Exit mobile version