Site icon চ্যানেল আই অনলাইন

আত্মবিশ্বাসটা আরও বাড়লো: সাব্বির

Advertisements

সাব্বির রহমানের অসাধারণ সেঞ্চুরিতে পাকিস্তান জাতীয় দলকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। ফতুল্লায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭ বল বাকি রেখে টাইগাররা ম্যাচ জিতে ১ উইকেটে। তবে প্রস্তুতি-পর্বে পরাজিত হলেও মূল সিরিজের নিজেদের প্রমাণ করতে প্রস্তুত পাকিস্তান। আর ম্যাচ-উইনার সাব্বির জানিয়েছেন এই জয়ে সিরিজ শুরুর আগে তাদের আত্মবিশ্বাসটা আরও বাড়লো।

৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনের পর ২০১৫ তে ফতুল্লায়। দুই দলের ক্রিকেট লড়াইয়ে বিজয়ী বাংলাদেশ। বিজয় আসলো বিসিবি একদশের হাত ধরে। তবে সিরিজ শুরুর আগে এক নতুন বাংলাদেশের গর্জনই শুনতে পাচ্ছে পাকিস্তান।

৮৪ বলে সেঞ্চুরির পর, ৯৯ বলে ১২৩ রানে থেমেছেন সাব্বির রহমান। ৭ বাউন্ডারি আর আট আটটি ছক্কায় সাজানো ম্যাচ-উইনিং ইনিংসের পরও নিজের পা মাটিতেই রাখছেন টাইগার অলরাউন্ডার।

সাব্বির বলেন, ‘আজ (বুধবার) হয়তো আমি একটু ভালো ব্যাটিং করেছি, কিন্তু পাকিস্তানের বোলিং সবসময়ই বিশ্বকমানের। আমরা সেটা জানি এবং অবশ্যই মূল সিরিজে তাদের সামাল দেওয়ার আলাদা প্রস্তুতি আছে সবার। এই ইনিংসটি আমাকে অবশ্যই বাড়তি আত্মবিশাস যোগাবে। প্রস্তুতি ম্যাচে পরাজয়ের পর তারাও চাইবে সিরিজে সেরা ক্রিকেটটা খেলতে।’

২৩ নভেম্বর ২০১৪ সালে নিজের ২৩তম জন্মদিনে ওয়ানডে অভিষেক হয় সাব্বিরের। অভিষেক ম্যাচে মাত্র ২৫ বলে ৪৪ রান করে নিজের ড্যাশিং পরিচয়টা তুলে ধরেছিলেন তিনি। বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ রান করেছিলেন সাব্বির।

এ পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৩.১২ গড়ে রান করেছেন ২৬৫ সাব্বির রহমান। ফিফটি করেছেন একটি। ওয়ানডেতে তার স্টাইক রেট ১০৫.৫৭। প্রথম শ্রেনীর ক্রিকেটে তার দুটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি আছে।

সাব্বিরের অর্জন আছে আরও। ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটে তার অসাধারণ নৈপুণ্যেই প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ।

সাব্বিরসহ ওয়ার্ম-আপ ম্যাচে মাঠে নেমেছিলেন জাতীয় দলের ৫ ক্রিকেটার। সাব্বির রান পেলেও ব্যর্থ দুই ওপেনার তামিম ইকবাল আর রনি তালুকদার। তামিম ৯ আর রনি হিসেবের খাতা খুলতে পারেননি। তবে রানে ফিরেছেন ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। আর গুরুত্বপূর্ণ সময়ে ২৮ বলে ৩৬ করেছেন সোহাগ গাজী।

শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

Exit mobile version