Site icon চ্যানেল আই অনলাইন

আচরণবিধি নিয়ে সতর্ক করলেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা

Advertisements

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়রপদে প্রতীক বরাদ্দ শেষে প্রচারনায় আচরণবিধির ব্যাপারে আবারো সতর্ক থাকার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ শেষে তিনি বলেন, “মেয়র পদে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বি রয়েছেন। আমাদের প্রতীক ছিলো ১২ টি। তবে অতিরিক্ত প্রতীকের দরকার হলে সে ব্যবস্থা ছিল।”

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে উৎসবমুখর পরিবেশে মেয়র প্রার্থীদের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে প্রতীক দেয়া শুরু করেন সিসিসি নির্বাচনের রিটানিং কমকর্তা।আওয়ামী লীগ সমর্থিত নাগরিক আন্দোলনের প্রার্থী আ.জ.ম নাসির উদ্দিন হাতি এবং বিএনপিসহ ২০ দল সমর্থিত উন্নয়ন আন্দোলন প্রার্থী মনজুর আলম কমলালেবু প্রতীক পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠের প্রতীক ডিশ এন্টেনা। তবে নাগরিক কমিটির প্রার্থী আ.জ.ম. নাছির নিজেই আসেন প্রতীক নিতে। আরো একজন হাতি চাওয়ায় লটারি হয় এবং লটারিতে জিতেই তিনি হাতি প্রতীক পান। মেয়রের পর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

Exit mobile version