Site icon চ্যানেল আই অনলাইন

আগুন পাখি: দীর্ঘ উপন্যাস থেকে মেগা ধারাবাহিক

২০০৬ সালে প্রকাশিত হয়েছিল স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত লেখক হাসান আজিজুল হকের আলোচিত উপন্যাস ‘আগুন পাখি’। বেশ কিছু পুরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি সাহিত্যের বিদগ্ধমহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। এবার ‘আগুন পাখি’ আসছে টেলিভিশন পর্দায়।

দীর্ঘ উপন্যাস থেকে নির্মিত হবে মেগা ধারাবাহিক। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্বনামধন্য নির্মাতা পারভেজ আমিন। বিভিন্ন কালজয়ী উপন্যাস অবলম্বনে এর আগেও নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা । কিছুদিন আগে শেষ হয়েছে এই পরিচালকের নির্মাণে হরিশংকর জলদাশের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জলপুত্র’র ধারাবাহিক।

হাজান আজিজুল হকের ‘আগুন পাখি’ বেছে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, বেছে নেয়ার কারণটা আসলে আবেগী। দেশভাগ নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ এবং আবেগ অনেক বেশি। এখনও অনেক মানুষ প্রতিনিয়ত এই স্মৃতিগুলো হাতড়ে বেড়ায়। অনেক চ্যালেঞ্জিং একটা কাজ হতে যাচ্ছে এই কাজটি। রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এই নাটকে। সব মিলেয়ে কিছুটা কঠিন হবে কাজটা করা, তবে আমি এমন কাজগুলো করতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

হাসান আজিজুল হকের সাথে নির্মাতা…

‘আগুন পাখি’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘দেশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের একটি মেয়ে কতটুকুই বা বুঝতে পারে এসব। বুঝতে না চাইলেও তার প্রভাব ঠিকই পড়ছে তার জীবনে । সেই সময়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মেযেটির মাধ্যমে দেশ ভাগ তুলে ধরা হয়েছে।’

এ বছরের শেষের দিকেই নাটকটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। ইতোমধ্যেই চিত্রনাট্য ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেছেন দুই বাংলার লেখকরা।

নাটকটিতে কারা অভিনয় করবেন সেটি এখনও ঠিক করা না হলেও , শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েই পরিচালক কাজ করতে আগ্রহী তিনি।

Exit mobile version