Site icon চ্যানেল আই অনলাইন

আকাশে ছেয়ে বিলুপ্তপ্রায় ঘুড়ি

হরেক রকম ঘুড়ি তৈরির প্রতিযোগিতা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায়। চলতি মাসের শুরু থেকে নানান বয়সের মানুষ এসব ঘুড়ি তৈরি করে আকাশে উড়াচ্ছে ।

অসাধারণ এ কাজটি চলছে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যকটি গ্রাম ও পাড়া-মহল্লায়। প্রতিদিন নানান পেশার মানুষ মিলে নৌকা ঘুড়ি, মানুষ ঘুড়ি, ভালোবাসা ঘুড়ি, ড্যবা ঘুড়ি, চিলাকাটা ঘুড়ি, পতেঙ্গা ঘুড়ি, জের ঘুড়ি, ড্যাপা ঘুড়ি, বিমান ঘুড়ি, ফেইজা ঘুড়ি, তারা ঘুড়ি, দরজা ঘুড়ি, ফুল ঘুড়িসহ এমন শত নামের ঘুড়ি উড়াচ্ছেন।

বিলুপ্তপ্রায় ঘুড়ি তৈরির কাজে নিয়োজিত এমন একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, করোনায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দেওয়াসহ বিলুপ্তপ্রায় ঘুড়িকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই প্রতিদিন নিত্য নতুন ঘুড়ি তৈরি করে আকাশে উড়ানো তারা।

ঘুড়ি বানানো আরও কয়েকজন জানান, আগের দিনের মানুষ ঘুড়ি তৈরি করতো বিভিন্ন গাছের পাতা দিয়ে। আর এখন তা তৈরি হয় নানান প্রকার জিনিস দিয়ে। একটি ঘুড়ি তৈরি করতে ১ থেকে ২ হাজার টাকার পাশাপাশি ২ থেকে ৩ দিন সময়ও লেগে যায়।

তারা জানান, টাকা ও সময়ের কষ্ট চলে যায়, যখন আমাদের ঘুড়ি আকাশে উড়ে। আর দেখতে আসে বিভিন্ন বয়সের মানুষ।

Exit mobile version