Site icon চ্যানেল আই অনলাইন

আইস স্কেটিং রিংকে জমাট বাঁধা ৫ হাজার মাছ!

তীব্র জনরোষের মুখে জাপানের একটি থিম পার্ক বিশেষভাবে নির্মিত একটি আইস স্কেটিং করার রিংক বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।

দর্শনার্থীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে স্পেস ওয়ার্ল্ড নামের ওই থিম পার্কটি তার আইস রিংক বা বরফের মেঝেতে প্রায় ৫ হাজার সামুদ্রিক প্রাণীকে বরফ করে রাখে। নানা জাতের মাছ, কাঁকড়া আর শেলফিশসহ ওই রিংকটি তাদের শীতকালীন বিশেষ আকর্ষণের অংশ, যার নাম দেয়া হয়েছে ‘ফ্রিজিং পোর্ট’।

পার্কটি স্কেটিংয়ের জন্য বরফের মেঝেযুক্ত এলাকাটি উন্মুক্ত করার পর তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে। সেখানে দেখা যায়, বেশ কিছু মাছ বরফে জমাট বাঁধা অবস্থায় আছে। ছবির সঙ্গে দেয়া হয়েছে মাছের কথা হিসেবে লেখা ক্যাপশন: “আমি ড…ড…ডুবে যাচ্ছি, দ…দ…দম বন্ধ হয়ে যাচ্ছে।” বিজ্ঞাপনেও লেখা হয়, এ ধরণের আইস রিংক বিশ্বে এই-ই প্রথম।

স্পেস ওয়ার্ল্ডের ব্যবস্থাপক তোশিমি তাকেডা সিএনএনকে জানান, স্থানীয় টেলিভিশনে এটি নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে ভয়াবহ সব প্রতিক্রিয়া এসেছে।japan_ice-rink2

তোশিমি বলেন, “দু’সপ্তাহ আগে এই আইস স্কেটিং রিংক খুলে দেয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য দর্শনার্থী এসেছে এখানে। তাই এ ধরণের প্রতিক্রিয়া পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।”

এই প্রকল্পের জন্য সামাজিক মাধ্যমে এত বেশি নেতিবাচক মন্তব্য পাওয়ার কারণে ওই দিনই রিংকটি বন্ধ করে দেয় পার্ক কর্তৃপক্ষ।

পার্কের পক্ষ থেকে সিএনএনের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তোশিমি। জানান, কর্তৃপক্ষ আইস রিংকের বরফ গলিয়ে মাছসহ সব সামুদ্রিক প্রাণী সরিয়ে ফেলবে, “যথাযথ ধর্মীয় অনুষ্ঠান”-এর আয়োজন করবে এবং এরপর প্রাণীগুলোকে সার হিসেবে ব্যবহার করা হবে।

তিনি এ-ও বলেছেন, সবগুলো মাছই স্থানীয় মাছের বাজার থেকে কেনা হয়েছিল এবং বরফ জমানোর আগেই সবগুলো মৃত ছিল।

Exit mobile version