Site icon চ্যানেল আই অনলাইন

আইসিসি’র মতো সংগঠনে থাকার এখতিয়ার নেই শ্রীনির: মুস্তফা কামাল

Advertisements

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের ২০১৫’র চ্যাম্পিয়ন দলকে প্রথা অনুযায়ী আইসিসি’র সভাপতিকে পুরস্কার বিতরণে বাধা দিয়ে শ্রীনিবাসন যে অপমান, সমালোচনা এবং নিন্দার পাত্র হয়েছেন সে কারণে তার পদত্যাগ করা উচিত বলে মনে করেন আ হ ম মুস্তফা কামাল।

আইবিএন ক্রিকেট নেক্সট সংবাদ মাধ্যমকে এ কথা বলেন আইসিসির সাবেক সভাপতি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আইসিসি’র সভায় শ্রীনিবাসনের অন্যায়, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরোধীতা এবং তার অন্যায় কাজকে সমর্থন না করায় আইসিসি’র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করা ছাড়া তার বিকল্প কোনো পথ ছিল না বলে তিনি জানান।

শ্রীনিবাসন খেলা হিসেবে ক্রিকেটের গৌরবহানি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে নিজ স্বার্থে ব্যবহার করে দুর্নামের ভাগীদার হয়েছেন বলে দাবি করেন তিনি।

আইপিএল-এ শ্রীনিবাসনের মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পন-এর আর্থিক দুর্নীতি প্রমাণিত হয়েছে বলেও জানান সাবেক সভাপতি। যার বিরুদ্ধে এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে এতো অভিযোগ এমন লোকের আইসিসি’র মত বিশ্বসংগঠনের চেয়ারম্যান পদ লাভের কোনো এখতিয়ার নেই বলেও মনে করেন তিনি।

Exit mobile version