Site icon চ্যানেল আই অনলাইন

আইজলের বিপক্ষে উপভোগ্য ম্যাচ চায় আবাহনী

এবারের এএফসি কাপে একটিই জয় আবাহনী লিমিটেডের। সেটি ভারতের আই লিগ চ্যাম্পিয়ন এএফসি আইজলের বিপক্ষে, তাদেরই মাঠে। বুধবার আবারও প্রতিপক্ষ আইজল, এবার নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আগের জয়ের তৃপ্তি ভুলে উপভোগ্য এক ম্যাচের আভাস দিলেন আকাশি-নীল কোচ সাইফুল বারী টিটু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বেলা ৪.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। ‘ই’ গ্রুপের আগের দেখায় আইজলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী।

আগের ম্যাচে সহজ জয় পেলেও ঘরের মাঠে আরেকটি জয়ের ব্যাপারে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না টিটু। তৃপ্তি ভুলে প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ এক ম্যাচই আশা করছেন আকাশি-নীল কোচ, ‘আগের ম্যাচের ফলাফলে তৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না। ম্যাচটা কঠিন হবে। এরপরও আমরা ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

লিগ জয়ী দলের বেশিরভাগ সদস্যই নেই আইজলের দলে। তরুণ এক দল নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ভারতীয় দলটির কোচ সন্তোষ কেশবের, ‘আমাদের দলটা ভীষণ তরুণ। অনেকেই দলে নেই। এরপরও আশা করি ছেলেরা দারুণ খেলবে, লড়াই করবে।’

আইজলের বিপক্ষে জয়টি দিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে আছে আবাহনী। আগের তিন ম্যাচে ওই একটিই জয় দলটির। সমান ম্যাচে সবগুলোতে হেরে টেবিলের তলানিতে আছে আইজল।

Exit mobile version