Site icon চ্যানেল আই অনলাইন

আইএস: এতদিনে টনক নড়লো আমেরিকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া ও ইরাকে নির্বিচারে শিয়া, কুর্দি, ইয়াজিদি এবং খ্রিস্টানদের হত্যার মাধ্যমে আসলে গণহত্যা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।

শুধু তা-ই নয় নৃশংসতার নজীর সৃষ্টি করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা জঙ্গি গোষ্ঠীটি সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এবং নারী-শিশুদের ওপর চরম নির্যাতন চালানোর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আইএসের অপরাধের ধরণ চিহ্নিত করাটা জরুরি, তবে তাদের থামানো তার চেয়েও জরুরি। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এইসব অপরাধের বিচার করা উচিৎ’।

বিশ্বগণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আইএসের বর্বরতার নিয়মিত চিত্র ফুটে উঠলেও এতোদিন তথ্য স্বল্পতার অজুহাতে গণহত্যা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

তাই পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই বিবৃতিকে আইএসের মানবতাবিরোধী ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে দেখছে বিশ্বগণমাধ্যম।

Exit mobile version