Site icon চ্যানেল আই অনলাইন

আইএসের নতুন নেতা ইব্রাহিম আল-হাশেমি কুরাইসি

দলের শীর্ষ নেতা আল বাগদাদির মৃত্যুর চার দিন পর ওই খবরের সত্যতা স্বীকার করল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইসির নাম ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আইএস।

আইএসের বার্তা সংস্থা আমাক এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করে। তারা বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোক বার্তাও দিয়েছে। দলটির মুখপাত্র আবু হামজা আল কুরেইসি এ শোকবার্তা পড়ে শোনান।

একইসঙ্গে বাগদাদির উত্তরসূরি অর্থাৎ, দলের নতুন নেতা হিসাবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইসির নাম ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার রাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিয়ষটি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, ‘এ নামটি অপরিচিত, তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন, যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।’

বৃহস্পতিবারের আইএস বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু সংগঠন এখনও মরে যায়নি।”

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার গির্জা ও রেস্টুরেন্টে বোমা হামলা চালিয়ে আইএসের সদস্যরা ২৫০ জনকে হত্যা করেছে বলে দাবি করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি।

২০১৪ সালের ইরাকের মসুলের গ্রেট মসজিদে প্রথমবারের মতো দেখা গিয়েছিল বাগদাদিকে। ওই মসজিদে দেয়া এক ভাষণে সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চল ইসলামি খিলাফত রাষ্ট্রের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

গত শনিবার রাতে সিরিয়ার ইদলিব প্রদেশের বারিশায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় মৃত্যু হয় আইএসের প্রতিষ্ঠাতা তথা শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির। পরদিন রোববার সেই অভিযান এবং আল বাগদাদির মৃত্যুর খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Exit mobile version