Site icon চ্যানেল আই অনলাইন

আইএসের টার্গেট ক্রিসমাস: যুক্তরাষ্ট্রের গির্জাগুলোতে হামলার আশঙ্কা

ক্রিসমাসের এই উৎসবমুখর সময়ের ছুটিতে জনতার ভিড়ে মিশে গিয়ে গির্জা, শপিং মলে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা জঙ্গি হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ছুটির এই সময়ে বার্লিনের ক্রিসমাস মার্কেটের মতো আমেরিকার যেকোনো জনপরিসরে জঙ্গি হামলার আশঙ্কায় স্থানীয় পর্যায়ে বিশেষ বুলেটিন প্রকাশিত হয়েছে।

জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থকদের সন্দেহজনক একটি ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গির্জার তালিকা প্রকাশিত হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে স্থানীয় প্রশাসনকে সাবধান বার্তা পাঠিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( এফবিআই) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তবে এ ব্যাপারে এফবিআই কোনো মন্তব্য জানায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন এর বুলেটিনে বলা হয়, ছুটিতে জনগণের ভিড়ের মধ্যে বিশেষ করে গির্জায় হামলা চালাতে আইএস সমর্থকরা উস্কানি ছড়াচ্ছে। সন্দেহজনক এসব তৎপরতা তুলে ধরে পুলিশকে সতর্ক করা হয়েছে ওই বুলেটিনে।

Exit mobile version