করোনা পরিস্থিতিতে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর পর্যটন খাত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য তহবিলের ঘোষণা এসেছে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে। ফ্রান্সের মার্সাইয়ে সম্মেলনে ১৭ মিলিয়ন ইউরোর ফান্ড ঘোষণা করেছে আইইউসিএন এবং জার্মানি।
আগামী চার বছরের জন্য পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে। ফ্রান্সের মার্সেইতে পরিবেশ রক্ষায় বাংলাদেশের কর্মকাণ্ড নানা ফোরামে তুলে ধরছেন প্রতিনিধিরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লা হারুন বলেন, মহামারি করোনায় মানুষ এবং প্রকৃতির অর্থনৈতিক ক্ষতি থেকে পুনরুদ্ধার পরিকল্পনা হিসেবে সহায়তা দেবে জার্মানির জিআইজেড এবং আইইউসিএন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু জানান, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তুলে ধরা হচ্ছে সম্মেলন চত্ত্বরের স্টলগুলোতে।
করোনাকালে দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী এধরণের আন্তর্জাতিক সম্মেলন বন্ধ থাকার পর প্রকৃতি রক্ষায় আইইউসিএন’র এই কংগ্রেস আয়োজনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।








