যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়িয়ে ধৃষ্টতা দেখাচ্ছে বলে অভিযোগ করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম। আন্তর্জাতিক স্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচারে মানবাধিকার লংঘন হলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ফোরাম নেতারা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরাধীদের বিচার নিয়ে সম্প্রতি বিবৃতি দেয় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ওই বিবৃতি প্রত্যাহারের দাবিতে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন,অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন মানবাধিকারের কথা বলে তখন তারা মানব বলে মনে করেন শুধুমাত্র যুদ্ধাপরাধীদের। তারা কিন্তু ৩০ লক্ষ শহীদকে মানুষ মনে করেন না। আজকে তাদের ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে।
সেক্টর কমান্ডারস ফেরাম-মুক্তিযুদ্ধ’৭১ ভাইস চেয়ারম্যান, লে. জে. (অব.) এম হারুন অর রশীদ বলেন, এই প্রতিবাদটি আমরা তাদের কাছে পাঠিয়েছি। তারা যদি উত্তর না দেয়, তাহলে মিডিয়ার যে শক্তি সে শক্তি ব্যবহার করে ইন্টারন্যাশনাল অ্যামেনিস্টিকে বলতে চাই, আপনাদের বক্তব্যবের প্রেক্ষিতে সেক্টর কমান্ডারস্ ফোরাম যে প্রশ্ন করেছে তার উত্তর জাতি জানতে চায়।
বক্তৃতায় অন্যান্যরা বলেন, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন অ্যামনেস্টি সেই মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে যুদ্ধাপরাধীদের পক্ষেই অবস্থান নিয়েছে।
যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ থাকার আহ্বান সেক্টর কমান্ডার্স ফোরামের।






