Site icon চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা

অস্ট্রেলিয়া-দাবানল-সেনা সদস্য

অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় সহযোগিতা করার জন্য দেশজুড়ে আক্রান্ত অঞ্চলগুলোতে ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

দাবানলে এত বেশি সংখ্যক সেনা মোতায়েনের এমন ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস।

শনিবার এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, ‘আমরা এই বিপর্যয়কে সম্পূর্ণ নতুন এক মাত্রায় পৌঁছে যেতে দেখছি।’ এ কারণেই এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিস্থিতি সামলানোর জন্য।

এছাড়া দাবানল মোকাবেলা প্রচেষ্টায় ৪টি পানিবোমা নিক্ষেপকারী উড়োজাহাজ লিজ নেয়ার জন্য ২ কোটি অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দের ঘোষণাও দিয়েছেন তিনি।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। একে ‘বিপজ্জনক দিন’ বলে আখ্যায়িত করেছেন আবহাওয়াবিদরা।অস্ট্রেলিয়া-দাবানল-সেনা সদস্য

গত সেপ্টেম্বর থেকে বিচ্ছিন্নভাবে শুরু দাবানল নভেম্বরে ব্যাপক আকার ধারণ করে। সেই থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ২৩ জন মানুষ মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। আগুনে পুড়ে গেছে ১৫শ’র বেশি ঘরবাড়ি এবং প্রায় ৬০ হাজার হেক্টর এলাকা।

Exit mobile version