Site icon চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি করে ওয়ানডে ও টেস্টে জয় ছাড়া সাফল্য ছিল না বাংলাদেশের। এবার টি-টুয়েন্টিতে টানা দুই ম্যাচে জেতায় সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।

শুক্রবার তৃতীয় ম্যাচে জয় পেলে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে ফয়সালা হয়ে যাবে দুই ম্যাচ আগেই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

করোনায় দেশে মৃত্যুর মিছিলের মাঝে টাইগারদের টানা জয় দেশবাসীকে এনে দিয়েছে আনন্দ। সেটি দ্বিগুণ হবে যদি মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজটা নিজেদের করে নিতে পারেন।

অস্ট্রেলিয়ার সিরিজ জিততে হলে টানা তিন ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে। বিপরীতে বাংলাদেশের চাই একটি জয়।

স্বাগতিক দল বিশ্রামে কাটিয়েছে বৃহস্পতিবার। ছিল না অনুশীলন। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলেও টিম অস্ট্রেলিয়ার আট ক্রিকেটার এদিন এসেছিলেন মিরপুরে। একাডেমি মাঠে করেছেন কঠোর অনুশীলন। খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফদেরও বেশ সিরিয়াস দেখা গেছে। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া পুরো দল।

মিরপুরের উইকেট বুঝে উঠতে হিমশিম খেতে হচ্ছে অজিদের। সেটি স্বীকারও করছেন দলটির সদস্যরা। চেনা কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে বাকি প্রতিটি ম্যাচেই সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।

Exit mobile version