অস্কারের অনুষ্ঠান মানেই এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি থাকে জম্পেশ খাবারের আয়োজন। এবছরেও তার ব্যতিক্রম নয়। গভর্নস বল রুমে চলছে খাবারের আয়োজন। জেনে নিন এবার কি থাকছে খাবারের মেন্যুতে।
গত ২৮ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের রান্নার জাদুতে মুগ্ধ করে আসছেন শেফ ওল্ফগ্যাং পাক। এই প্রথমবারের মতো ওল্ফগ্যাং পাকের দলে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক কেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। নামজাদা সব চলচ্চিত্র ব্যক্তিরা পেট পুরে খাবেন তাদের রান্না করা মজার সব খাবার।
এবারের মেন্যুতে থাকবে নতুনত্ব। তবে নতুন নানা পদের পাশাপাশি থাকছে স্মোকড স্যামন ফিশে, স্পাইসি টুনা কোন-এর মতো জনপ্রিয় অনেক খাবারও।

এবারের অনুষ্ঠানে আরও থাকছে ফ্রাইড চিকেন ও স্পাইসি সোভেরেইন সিরাপের সঙ্গে ওয়াফেল, কর্নব্রেড দিয়ে কাঁকড়া ও ক্যাভিয়ার, ক্রিসপি কোকোনাট রাইস।
থাকছে মজার সব পানীয়। স্যাম্পেইন ফেউর দি মিরাভ্যাল, লিমিটেড এডিশনের ফ্রান্সিস ফোর্ড কোপলা ওয়াইন ও টাকিলা ডন জুলিও থাকছে অতিথিদের জন্য।
খাবারের শেষে ডেজার্ট না হলে কি চলে? চকলেট সি সল্ট অস্কার একলেয়ার, গ্রেপ ফ্রুট পান্না কোটা, ম্যাকারন সহ নানা মজার ডেজার্ট থাকছে এবার।
রবিবার বসছে অস্কারের আসর। যুক্তরাষ্ট্রে এবিসি চ্যানেলে অস্কার অনুষ্ঠান প্রচার হবে। এছাড়াও দেখা যাবে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজে।








