Site icon চ্যানেল আই অনলাইন

অস্কারের মঞ্চে আসগর ফারহাদির বার্তা

অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ইরানী ছবি ‘দ্য সেলসম্যান’। ছবিটির পরিচালক আসগর ফারহাদি। তিনি রাজধানী তেহরানের দুই মধ্যবিত্ত দম্পতিকে নিয়ে তৈরি করেছেন ‘দ্য সেলসম্যান’ ছবিটি।

অস্কার আসর বর্জন করেন ছবিটির পরিচালক আসগর ফারহাদি এবং অভিনেত্রী তারানেহ আলীদুস্তি। মূলত কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদেই তারা এই বর্জন করেছেন।

ফারহাদের পক্ষ হয়ে পুরস্কার গ্রহণ করেছেন আনুশেহ আনসারি। তিনি ফারহাদের বার্তা অস্কারের দর্শকদের কাছে পৌছে দেন। ফারহাদ তার বার্তায় লিখেছেন, ‘আমি দুঃখিত আজ রাতে আপনাদের সাথে থাকতে না পারার কারণে। আমার আজকের অনুষ্ঠানে না আসার পেছনে কারণ আছে। আমার দেশ ইরানসহ আরও যে সাতটি দেশের ইমিগ্রেন্টদের প্রতি সম্মান দেখিয়ে আমি আজ উপস্থিত হইনি, তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের বাঁধা দেওয়া একেবারেই অমানবিক এবং অগণতান্ত্রিক। ফিল্ম মেকাররা তাদের ক্যামেরার মাধ্যমে ধর্ম এবং দেশের সব বাঁধা ভেঙ্গে দিতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া।

Exit mobile version