Site icon চ্যানেল আই অনলাইন

অভিভাবকদের পেশা পরিবর্তনের খেসারত দিচ্ছে শিশুরা

Advertisements

অভিভাবকদের বারবার পেশা পরিবর্তনের নির্মম খেসারত দিচ্ছে তাদের সন্তানরা। মাঝপথে লেখাপড়া বন্ধ হওয়া সহ শিশুরাও উপার্যনে বাধ্য হচ্ছে। ঝালকাঠিতে ইটভাটায় কাজ করছে এমন শিশু শ্রমিকরা বলছেন, বাবা-মায়ের আর্থিক অসচ্ছলতার কারণেই এই পেশায় আসতে হয়েছে তাদের।

পুরনো ধ্যান ধারণা পাল্টে পরিবেশের ক্ষতি করে না এমন ইটের ভাটা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।চারদিকে মাটি কাটা, ইট পোড়ানো থেকে শুরু করে বিশাল কর্মযজ্ঞ। এসবের মধ্যেই কাজ করছে একাধিক শিশু শ্রমিক । যাদের বেশির ভাগই এখন স্কুলের বাইরে।

ইট পোড়ানোর মৌসুমে ইটের ভাটায় আবার ধান কাটার মৌসুমে ধান কাটা, বর্ষার মৌসুমে মাছ ধরা-নানা কাজে দেশের বিভিন্ন প্রন্তে ছুটে বেড়ান এই শিশুদের অভিভাবকরা। এসব কারণে শিক্ষার বাইরে শিশুরা।

এই ইট ভাটার কর্মকর্তারা বলেছেন, অন্যান্য ইটভাটারও চিত্র একই।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Exit mobile version