Site icon চ্যানেল আই অনলাইন

অবশেষে বিপিএলের ‘পাওনা টাকা’ পেলেন সাকিবরা

Advertisements

বিপিএলের দ্বিতীয় আসরের ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করতে শুরু করেছে বিসিবি। আজ রোববার মাশরাফি, মুশফিক, তামিমসহ ৬৫ ক্রিকেটারের হাতে পাওনা টাকার চেক তুলে দেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

বিসিবি জানায়, প্রায় তিন কোটি টাকা পরিশোধ করা হবে। তবে বকেয়া পারিশ্রমিকের পুরোটা পাচ্ছে না ক্রিকেটাররা। না পাওয়ার চেয়ে অল্প বিস্তর পাওয়াতেই সন্তুষ্ট ক্রিকেটাররা।

এ টাকা পেয়ে খুবই খুশি খেলোয়াড়রা। কেননা তাদের কাছে বিপিএলের বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত ছিল। হাল ছেড়ে দিয়েছিলেন তারা।

তবে ‘বিপিএল থ্রি’ নতুন আঙ্গিকে শুরু করার আগে অতীতের সব দেনা-পাওনার নিষ্পত্তি করেই এগোতে চায় ক্রিকেট বোর্ড। তাই খেলোয়াড়দের পাওনা অর্থ বুঝিয়ে দিচ্ছেন বোর্ড কর্মকর্তারা।

আর ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধ করতে পেরে নিজেদের দায়মুক্ত ভাবছে বিসিবি।

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। ওই আসরে কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় না পড়েন তার পুরো দায়িত্ব নিয়েছে বিসিবি।

Exit mobile version