Site icon চ্যানেল আই অনলাইন

অবশেষে জয়ের দেখা পেল রিয়াল

প্রাক-মৌসুমে সময়টা ভাল যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। ইন্টারন্যাশনাল কাপে বার্সেলোনার বিপক্ষে ‘ক্লাসিকো’সহ প্রথম তিন ম্যাচেই হেরেছিল জিদানের দল। তবে শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যুক্তরাষ্ট্রের সকার টিম এমএলএস অল-স্টার্সকে হারিয়েছে তারা।

শিকাগোতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের পেনাল্টিতে ৪-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহে উয়েফা সুপারকাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচ জিতলেও রিয়ালের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। রোনালদো না থাকায় প্রতি ম্যাচেই আক্রমণভাগ নিয়ে ভুগতে হচ্ছে জিদানকে। বেল-বেনজেমারা মোটেই ছন্দে ফিরতে পারছেন না।

জিদান এদিন শুরুর একাদশে মাঠে নামাননি বেল, বেনজামা, লুকা মডরিচ, মার্সেলো, কাসেমিরো, রাফায়েল ভারানে এবং দানি কারভাহালকে। তবে অধিনায়ক সার্জিও রামোস, টনি ক্রজ, ইসকো এবং মার্কো অ্যাসেনসিও খেলেছেন মূল একাদশে। দ্বিতীয়ার্ধে পূর্ণশক্তির দলই মাঠে নামিয়েছিলেন জিদান।

খেলার প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৫৯ মিনিটে স্প্যানিশদের এগিয়ে দেন বোরজা মায়ারোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন বেনজেমা।

এগিয়ে থাকার পরও খেলার শেষবেলায় কপাল পোড়ে রিয়ালের। ৮৭ মিনিটে অল-স্টার্সদের সমতায় ফেরান ডি ডায়ার। নির্ধারিত সময়ের খেলার ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ফলাফল হয় পেনাল্টিতে। তাতে তিনটি শট মিস করে অল-স্টার্স। তবে রিয়ালের হয়ে বেনজেমা, বেল, কোভাচিচ ও মার্সেলো গোল করলে ৪-২ জয় পায় রিয়াল।

রিয়ালের মুখোমুখি হয়েছিলেন তাদেরই সাবেক তারকা কাকা। মার্কিনমুলুকে পাড়ি জমানোর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে চার বছর কাটিয়েছেন ২০০৭ ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান। এছাড়া অল-স্টার্সদের হয়ে এদিন মাঠে ছিলেন স্পেন ও জার্মানির বিশ্বকাপজয়ী দুই তারকা ডেভিড ভিয়া এবং বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

Exit mobile version