Site icon চ্যানেল আই অনলাইন

‘অপারেশন জ্যাকপট’ স্থগিত, প্রথমবার ওয়েব প্লাটফর্মে সেলিম

মনপুরা ও স্বপ্নজাল নির্মাণ করে খ্যাতি কুড়িয়েছেন মেধাবী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। স্বপ্নের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ঘোরে ছিলেন এই নির্মাতা। চলতি বছরেই ছবিটি শুরুর কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে স্থগিত হয়েছে ছবিটি। এই ফাঁকে এবার ওয়েব প্লাটফর্মে প্রথমবার পা রাখতে চলেছেন সেলিম।

বহুল আলোচিত ‘অপারেশন জ্যাকপট’-এর কাজ আপাতত স্থগিত হলেও নতুন প্লাটফর্মে চলচ্চিত্র নিয়ে শিগগির দেখা যাবে নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে। তবে সেটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নয়, বরং স্বল্পদৈর্ঘ্যের একটি ছবি নির্মাণের ঘোষণা দিলেন তিনি।

ইদানিং টেলিভিশনের চেয়ে সবার আগ্রহ বিভিন্ন ওয়েব প্লাটফর্মের দিকে। বিশ্বজুড়েও ওয়েব প্লাটফর্মগুলোর দাপট অব্যাহত। নেটফ্লিক্স, আইফ্লিক্স-এ বুঁদ সবাই। দেশেও তৈরি হয়েছে এরকম বহু ওয়েব প্লাটফর্ম। আর এই মাধ্যমে প্রথমবার কন্টেন্ট নির্মাণ করতে চলেছেন গিয়াস উদ্দিন সেলিম।

ডিজিটাল প্লাটফর্ম বায়োস্কোপ-এর জন্য একটি ওয়েব থ্রিলার নির্মাণ করতে যাচ্ছেন সেলিম। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বায়োস্কোপ থেকে একটি কন্টেন্ট বানানোর প্রস্তাব দিলো, আমি থ্রিলার ধর্মী একটি গল্প বেছে নিলাম। গল্পটি আমারই। শিগগির শুটিং করবো।

ওয়েব কন্টেন্ট হলেও এটা সিরিজ নয়, ৩০ মিনিটের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন বলেও জানান এই মনপুরা খ্যাত এই নির্মাতা। যেহেতু আগে এই মাধ্যমে কাজ করা হয়নি তাই এই মাধ্যমের সুবিধা অসুবিধা গুলোও বলতে পারছেন না সেলিম। তবে আশা করছেন, ওয়েব কন্টেন্ট নিয়ে দর্শকের যে ঝুঁক সে হিসেবে হয়তো তার কাজটিও মানুষ ভালো ভাবেই গ্রহণ করবেন।

৩০ মিনিটে যে গল্পটি সেলিম দেখাতে চান তার নাম ‘প্রীতি সমাচার’। যেখানে একজন অপরাধ বিষয়ক প্রতিবেদকের কাহিনিই ফুটে উঠবে। আর এই চরিত্রটি করবেন স্বপ্নজালের ‘শুভ্রা’ খ্যাত অভিনেত্রী পরীমনি।

মুক্তিযুদ্ধের ইতিহাসে নৌ-কমান্ডোদের অভিযান ‘অপারেশন জ্যাকপট’-এর ঘটনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে গেল আগস্টে এই নামে সিনেমা নির্মাণের ঘোষণা আসে সরকারের তরফ থেকে। এরপরই ছবিটি আসে আলোচনায়। বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি হবে বলেও শোনা যায়। তবে এখন এই ছবিটি নিয়ে কিছুটা ধোঁয়াশায় আছেন পরিচালক। কবে ছবিটির কাজ শুরু করতে পারবেন সেটা জানেন না তিনিও।

Exit mobile version