শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে রেকর্ড ৮ম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফরিদুর রেজা সাগর। বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করলে এমন তথ্য জানা যায়।
এর আগে ৭ বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং রেকর্ড শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর। গেল বছর মুক্তি পাওয়া ‘ফাগুন হাওয়ায়’ এর জন্য ৮ম বারের মতো বিরল এই সম্মানের অধিকারী হলেন তিনি।
এর আগে বাংলাদেশের আর কোন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বা চলচ্চিত্র প্রযোজক এতবার এ পুরস্কার পাননি।
২০১৯ সালের শ্রেষ্ঠ সিনেমা হিসেবে ‘ন ডরাই’ এর সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল তৌকীর আহমেদের পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও এই ছবিটি আরো দুটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। একটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং অন্যটি শ্রেষ্ঠ পোশাক-সাজসজ্জা বিভাগ।

এছাড়াও ইমপ্রেস টেলিফিল্মের আরেক চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’র জন্য দুটি পুরস্কার অর্জন করে। একটি শ্রেষ্ঠ শিশুশিল্পী এবং অন্যটি শ্রেষ্ঠ গীতিকার বিভাগ।
ইমপ্রেস টেলিফিল্ম লি. ও ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এরআগে যেসব চলচ্চিত্র বিগত ৭ বার পুরস্কার পেয়েছে সেগুলো হচ্ছে- কিত্তনখোলা-২০০০, গহীনে শব্দ-২০১০, গেরিলা-২০১১, উত্তরের সুর-২০১২, মৃত্তিকা মায়া-২০১৩, অজ্ঞাতনামা-২০১৬ এবং রাজাধিরাজ-২০১৮।