৫০ বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের অর্জন কম: টিআইবি
গত ৫০ বছরে অর্থনৈতিকভাবে ইতিবাচক অর্জন করলেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের খুব বেশি অগ্রগতি হয়নি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবি বলেছে, ইসির নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করা ঠিক হয়নি। অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে ইভিএমসহ রোডম্যাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করেছে তারা।