
৫ম ধাপে দেশের ৪৮ জেলার ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এই দফায় ৪০টি ইউপিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।
এ নির্বাচনে মোট ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১১২ জন।
ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এরমধ্যে ৭টিতেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিনাভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি ইউনিয়নে ভোট হচ্ছে।
জামালপুরে ৫ম ধাপে ২টি উপজলোর ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

উৎসব মুখর পরিবেশে ভোলা সদর উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্ৰহণ শুরু হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে ভোটাররা সকাল ৮টা থেকে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
এছাড়াও চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩টি, কচুয়ার ১২টি ও হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটে। ৫ম ধাপের ভোটেও সংঘাতময় পরিস্থিতির শঙ্কায় আছে ভোটাদের মধ্যে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।