বিজ্ঞাপন
কোভিড-১৯ বিধিমালায় পরিবর্তন এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। এখন থেকে কোনো ক্লাবের চারজন করোনা আক্রান্ত হলেই ম্যাচ স্থগিতের আবেদন করা যাবে।
লিগের ২০ ক্লাবের কর্তাদের মধ্যে সভা শেষে সর্বসম্মতিতে সিদ্ধান্তটি হয়েছে। ৫ ফেব্রুয়ারি বার্নলি এবং ওয়াটফোর্ড ম্যাচের মধ্যদিয়ে শুরু হবে নতুন বিধির যাত্রা।
‘পুরো মহামারি জুড়েই খেলোয়াড়, স্টাফ ও সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিয়ে আসছি। ডিসেম্বরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শুরু হওয়ার পর সর্বশেষ এই গাইডলাইন আপডেট করি। নতুন আইনেও ক্লাবের অনুরোধ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।’ বিবৃতিতে জানানো হয়েছে এমনই।
আগের নিয়মে ছিল, একজন গোলরক্ষকসহ মোট ১৪ ফুটবলার ফিট থাকলেই মাঠে ম্যাচ গড়ানো বাধ্যতামূলক হবে। কোভিডের কারণে অথবা ইনজুরি ও আন্তর্জাতিক দায়িত্বের কারণে কতজন অনুপস্থিত থাকলে ম্যাচ হবে না তা নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ছিল না।
ইংল্যান্ডে ওমিক্রন ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর ডিসেম্বর থেকে এপর্যন্ত কোভিডের কারণে প্রিমিয়ার লিগের ২২টি ম্যাচ স্থগিত করতে হয়েছে।
বিজ্ঞাপন