চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৩৫০ উইকেট নেয়া সাকিব ৮ হাজার রানের দুয়ারে

সাকিব আল হাসানের মাঠে নামা মানেই যেন রেকর্ড ভাঙাগড়ার খেলা। বেশ কয়েকদিন পর ক্রিকেটে ফিরে ৩৫০ উইকেট শিকারের মাইলফলকে নাম লিখিয়েছে তারকা অলরাউন্ডার। ব্যাট হাতেও ছিল ৮ হাজার রানের মাইলফলক ছোঁয়ার হাতছানি।

২১ রান করে রানআউট হয়ে ফেরা সাকিব আর ১৪ করলেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নাম লেখাতেন ৮ হাজার রানের ক্লাবে।

নামের পাশে ৩৪৯ উইকেট নিয়ে বৃহস্পতিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নামেন সাকিব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে রেকর্ড গড়েন। পরে নেন নাসির হোসেনের উইকেট।

৭ ওভারে মাত্র ১৯ রান খরচায় দুটি উইকেট নেন সাকিব। ব্যাট হাতেও দলের হাল ধরেছিলেন। লো স্কোরিং ম্যাচে সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন। ৭ হাজার ৯৬৫ রান নিয়ে খেলতে নেমেছিলে এ ম্যাচে।

Labaid
BSH
Bellow Post-Green View