প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব আসনে ইভিএম-এ ভোট হবে, নাকি ব্যালটে ভোট হবে? এ নিয়ে রাজনৈতিক নেতারা যত কথাই বলুক না কেন; ইভিএম নিয়ে শেষ কথা বলবে ইসি। ৩শ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা নেই কমিশনের। ১০০ আসনে আছে সেটা করা সম্ভব।
মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি জানিয়েছেন কোন পদ্ধতিতে ভোট হবে তার শেষ কথা জানাবে ইসি।

কোন সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন- তা নিয়ে একে তো রাজনৈতিক বাহাস চলছে। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে ভোট গ্রহণের পক্ষে মত প্রকাশ করায় ইভিএম বিরোধীতায় জোরে শোরে শুরু করেছে বিরোধীপক্ষ।
বিজ্ঞাপন
ইভিএমে ভোট করার বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন, সিইসি সে বিষয়ে অবগত না মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন স্বাধীনভাবে ভোট করার একমাত্র এখতিয়ার ইসির।
নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করাই নির্বাচন কমিশনের একমাত্র কাজ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।