Site icon চ্যানেল আই অনলাইন

২ বছর পর ছবির শুটিং শেষ করছেন বাপ্পী চৌধুরী

বাপ্পী চৌধুরী অভিনীত সাইন্স ফিকশন ছবি ‘ডেঞ্জার জোন’-এর কথা মনে আছে? বছর দুয়েক আগে শুরু হয়েছিল এ ছবির শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর ছবিটি আলোচনায় এসেছিল। এরপর নানা কারণে থেমে ছিল নির্মাণ কাজ। অবশেষে বেলাল সানি পরিচালিত এ ছবির শুটিং শেষ করছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ক।

রবিবার (১৪ জুলাই) দুপুরে তরুণ নির্মাতা বেলাল সানি চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, ৯ জুলাই শেষ লটের কাজ শুরু করি সাভারে। বোটানিক্যাল গার্ডেনে পরপর দু’দিন শুটিং করার পর বৃষ্টি ব্যাঘাত ঘটায়। আউটডোরে শুটিং, তাই বৃষ্টির মধ্যে শুটিং সম্ভব হচ্ছে না। রোদের দেখা মিললেই বাকি কাজ শেষ করবো। বাপ্পী এই লটে পুরো কাজ শেষ করবেন।

শেষ লটে বাপ্পীর সঙ্গে শুটিংয়ে শেষ করছেন ছবির নায়িকা জলি- জানালেন এই নির্মাতা। তিনি আরও বলেন, বৃষ্টি না এলে এই কদিনে কাজ শেষ করে ফেলতাম। আগামীতে কয়েকদিন কাজ করতে পারলেই পুরো শুটিং শেষ হবে। তারপর দুটি গানের শুটিং করবো।

চ্যানেল আই অনলাইনকে নায়ক বাপ্পীও একই কথা বললেন। জানালেন, বৃষ্টির কারণে শুটিং বন্ধ আছে। এবার পুরোপুরি কাজ শেষ করছেন। তিনি বলেন, ছবির গল্প এবং কার্টুন আকারে একটি ডেমো যখন নির্মাতা আমাকে দেখায় তখনই আমি কাজ করতে রাজি হই। নতুন ঘরানার গল্প পেতে যাচ্ছে ঢাকাই ছবির দর্শক।

বাপ্পী-জলি ‌‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। নির্মাতা বেলাল সানি জানান, ছবিতে নব্বই শতাংশ ভিএফএক্স ব্যবহার ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি হতে হচ্ছে সাইন্স ফিকশন ও ভৌতিক ঘরানার ছবি।

সাকসেস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ডেঞ্জার জোন’ ছবি নির্মাণে দুই বছর সময় কেন লাগলো জানতে চাইলেন বেলাল সানি বলেন, কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল। সবকিছু কাটিয়ে এবার ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। ডেঞ্জার জোন ছবির গল্প আপডেট। দেরিতে মুক্তি দিলেও কোনো হবে না।

প্রযোজক চেয়েছিলেন ঈদুল আযহায় মুক্তি দিতে। কিন্তু হচ্ছে না। তবে ঈদের পরেই মুক্তি দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান নির্মাতা বেলাল সানি।

Exit mobile version