চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

২৫ নভেম্বর চরকিতে আসছে সৌমিত্রের ‘৭২ ঘণ্টা’

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন এক বছর হলো। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অভিনেতার ‘৭২ ঘণ্টা’ সিনেমাটি বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকিতে ২৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

সৌমিত্রের প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে সিনেমাটির একটি পোস্টার। যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি।

Bkash July

‘৭২ ঘণ্টা’ পরিচালনা করেন অতনু ঘোষ। একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই সিনেমায়।

‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ ছবিটির মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলছেন, ‘এটি আমার ষষ্ঠ চলচ্চিত্র। সিনেমাটি বাংলাদেশের ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটাও একটা বাড়তি বিষয়।’

Reneta June

‘৭২ ঘণ্টা’ মুক্তির মাধ্যমে স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই সিনেমার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি।

ISCREEN
BSH
Bellow Post-Green View