চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিশ্বকে ২০২২’র মধ্যে ভ্যাকসিনেটেড হতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান

২০২২ সালের মধ্যে বিশ্বের সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

শনিবার জি-৭ বৈঠকে তিনি গোটা বিশ্বকে ভ্যাকসিনেটেড করতে সমৃদ্ধ দেশগুলির নেতাদের প্রতি আহ্বান জানান।

Bkash July

২০২২ এর শেষ সপ্তাহে আবারও ব্রিটেনে বৈঠক রয়েছে জি-৭ দেশের। সেখানে যেন সারা বিশ্ব ভ্যাকসিনেটেড হয়ে আসে, সেই লক্ষ্যমাত্রাই স্থির করে দিয়েছেন বরিস জনসন।

জি-৭ বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি জি-৭ এর সব নেতাদের আহ্বান জানাচ্ছি এই মহামারি শেষ করার জন্য। আমরা এই শপথ নেব যাতে মহামারি আর কখনও বিধ্বংসী না হয়।

Reneta June

তবে ভ্যাকসিনের সমবণ্টন নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন তুলনামূলক ধনী দেশে বেশি যাচ্ছে। ফলে পিছিয়ে পড়ছে গরিব দেশগুলি। এর ফলে মহামারি আরও মারাত্মক আকার নেবে বলে দাবি বিশেষজ্ঞদের। কারণ গরিব দেশগুলোতে করোনা ছড়াবে, সেখান থেকে মিউট্যান্ট ভাইরাস অন্য দেশে আঘাত হানবে। তাই সমূলে করোনা বিনাশ করতে হলে ভ্যাকসিনের সমবণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ২০২২ সালের মধ্যে সারা বিশ্বকে টিকা দেওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এবারের জি-৭ সামিটে অতিথি হিসেবে ডাক পেয়েছে ভারত। কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, ব্রিটেন ও আমেরিকার পাশাপাশি ভারতের হয়ে সেখানে বক্তব্য পেশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Labaid
BSH
Bellow Post-Green View