বিজ্ঞাপন
১৮ মাস পর ভ্রমণেচ্ছুদের জন্য করোনা বিধিনিষেধ শিথিল করেছে থাইল্যান্ড। এ ছাড়াও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া ও ইসরায়েল।
এর ফলে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে গিয়ে এখন আর পর্যটকদের কোয়ারান্টিনে থাকতে হবে না। চীন এবং যুক্তরাষ্ট্রসহ মোট ৬০টি দেশের নাগরিকদের দেয়া হয়েছে এমন সুযোগ রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়।
অস্ট্রেলিয়া অবশ্য সব দেশের পর্যটকদের জন্য নিয়ম শিথিল করেনি। অস্ট্রেলিয়ার নাগরিক, পার্মানেন্ট রেসিডেন্ট এবং তাদের নিকটাত্মীয়দের বাইরে আপাতত শুধু নিউজিল্যান্ডের নাগরিকেরাই পেয়েছেন কোয়ারান্টিন ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ।
তবে আগামী ২১ নভেম্বর থেকে সিঙ্গাপুরের পর্যটকদেরও সহজ নিয়মে ভ্রমণের সুযোগ দেবে অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন