চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৬৭ করলেই সিরিজ বাংলাদেশের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশের চাই ১৬৭ রান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহদের এমন চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছে জিম্বাবুয়ে।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পায় প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে থাকা টাইগাররা। বলে এসে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৬ রানে আটকে দেয় স্বাগতিকদের।

Bkash July

জিম্বাবুয়েকে দেড়শ পেরোনো সংগ্রহ এনে দেন ওয়েসলে মাধেভেরে। ওপেনিংয়ে ৭৩ রানের ইনিংস খেলেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে সাজানো।

বাকিদের মধ্যে মারুমানি ৩, চাকাভা ১৪, অধিনায়ক সিকান্দার রাজা ৪ রানে ব্যর্থ হয়ে ফেরেন।

Reneta June

ডিওন মেয়ার্সের ২ চার এক ছয়ে ২১ বলে ২৬ ও শেষদিকে রায়ান বুর্লের ২টি করে চার-ছয়ে ১৯ বলে অপরাজিত ৩৪ রানে লড়াইয়ের লক্ষ্য আনে স্বাগতিকরা।

৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও সাকিব।

ISCREEN
BSH
Bellow Post-Green View