চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে সীমিত পরিসরে খোলার চিন্তা

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী ‍দু সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এ ঘোষণা দেন তিনি।

Bkash July

শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরে এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলছে। সামনে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এ চিন্তা ভাবনা।

শীত বাড়ার কারণে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সে কারণে তাড়াহুড়া না করে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Labaid
BSH
Bellow Post-Green View