চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৪৪ ধারা জারি করে কুমিল্লার গন্ধমতির জঙ্গি আস্তানায় অভিযান

KSRM

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার গন্ধমতিতে বড় কবরস্থানে জঙ্গি আস্তানায় অভিযানে অংশ নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট। অপারেশন `স্ট্রাইক আউট’ অভিযানের আগে ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও অভিযান চলছে বলে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।

Bkash July

সকাল নয়টায় শুরু হওয়া অভিযানের আগে থেকেই ওই এলাকায়  ১৪৪ ধারা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  আশেপাশের পুরো এলাকাটি ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ।

জঙ্গি আস্তানার তিন তলা ভবনের চারটি ইউনিটের কোনো একটিতে জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন। আস্তানায়  সুইসাইড-ভেস্ট, বোমা এবং গ্রেনেডও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশও করেছেন তিনি।

Reneta June

সিলেট এবং মৌলভীবাজারের পর গত বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি নামক জায়গায় জঙ্গি আস্তানা একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

 

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View