চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১১ রুপির বিনিময়ে ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সোনম

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় সময়ই এমন ঘটনা ঘটে যে অভিনেতা-অভিনেত্রীদের সিনেমার স্ত্রিপ্ট পছন্দ থাকা সত্বেও এমনকি সিডিউল থাকা অবস্থাতেও তারা অনেক সিনেমাতে চুক্তিবদ্ধ হন না। যা মূল কারণ হিসেবে থাকে উপযুক্ত পারিশ্রমিক। আবার এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব অল্প পারিশ্রমিকের বিনিময়েও অনেক তারকা শুধু মাত্র স্ত্রিপ্ট কিংবা চরিত্রের জন্য সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে যান।

এরকম কিছু সিনেমার উদাহরণ যদি দিতেই হয় তবে অবশ্যই বলতে হবে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ এর কথা। যেখানে ক্রীড়া জগতের এই বিশিষ্ট ব্যক্তিত্ব মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার এবং তার মনের মানুষ বীরোর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সোনম কাপুর।

Bkash July

সোনম কাপুর এই ছবিতে বীরো চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১১ রুপি! কিন্তু কেন মাত্র ১১ রুপির জন্য ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সোনম, সে প্রসঙ্গে বলিউড হাঙ্গামার কাছে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। তিনি জানিয়েছেন, বীরো চরিত্রের প্রতি মুগ্ধ হয়েই সোনমের এই সিদ্ধান্ত ছিল।

যদিওবা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ফারহান আখতার, তবে বীরো চরিত্রটির জন্য কম প্রশংসিত হননি সোনম কাপুর। যা প্রভাব আজও রয়েছে তার জীবনে। আর তাইতো ছবিটি মুক্তির ৮ বছর পূর্তিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সোনম লিখেছিলেন -‘বীরোর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। মিলখা সিংয়ের জীবনীর মধ্যে এই চরিত্রটি আমার মনের খুব কাছের। ছবিটির মুক্তির আট বছর পরেও এই চরিত্রটির প্রভাব আমার মধ্য়ে থেকে গিয়েছে।’

Labaid
BSH
Bellow Post-Green View