চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে: সোহেল তাজ

প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিন ১০ই এপ্রিল ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 

বৃহস্পতিবার ৬ এপ্রিল সোহেল তাজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘আমার প্রতিবাদ কর্মসূচি’ নামে বেশ কিছু দাবি তুলে ধরেন।

Bkash July

সোহেল তাজের স্ট্যাটাসটি তুলে ধরা হল।

আমার প্রতিবাদ কর্মসূচি:
আগামী ১০ এপ্রিল ২০২২, রবিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল ৪ টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব।

Reneta June

আমার দাবি:
১. ১০ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে “প্রজাতন্ত্র দিবস” ঘোষণা করতে হবে।
২. ৩রা নভেম্বর’ জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম , অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।

এটা একান্তই আমার নিজের উদ্যোগ, আপনারা কেও যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব।

ISCREEN
BSH
Bellow Post-Green View