Site icon চ্যানেল আই অনলাইন

হ্যান্ডশেক করবেন মোদি-নওয়াজ?

নিউইয়র্কে একই হোটেলে অবস্থান করার পরও কি তারা হ্যান্ডশেক করবেন? বিশেষ কোনো আলোচনায় বসবেন দুই দেশের বৈরী সম্পর্কের অবসান ঘটাতে? এমন অনেক পুরানো প্রশ্ন আবারো সবার সামনে চলে এসেছে। ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নওয়াজ শরীফের একই হোটেলে অবস্থানের খবর প্রকাশ হওয়ার পর থেকেই।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তারা দুজনই এখন নিউইয়র্কে রয়েছেন। অবস্থান করছেন আইকোনিক ওয়ালডরফ অ্যাস্টোরিয়া হোটেলে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠকের সিডিউল না থাকলেও কোনো কিছুই নিয়মের জালে বাঁধা নয়।

আর পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ঠিক বিপরীত। তারা জানান, যদি এই দুই নেতার মধ্যে হোটেল লবিতে দেখা হয়ে যায়; তাহলে অবশ্যই সালাম-দোয়া বিনিময় হবে।

নরেন্দ্র মোদি বুধবার নিউইয়র্কে পৌঁছাবেন ও নওয়াজ শরীফ পৌঁছাবেন তার দুইদিন পর। জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও দুটি ভিন্ন অনুষ্ঠানে একই রুমেও থাকবে এই দুই নেতা।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে জাতিসংঘের শান্তিরক্ষা অধিবেশন অনুষ্ঠিত হবে। আর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ে শীর্ষ সম্মেলন।

গত অাগস্টে দিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়লে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ ভারতীয় গণমাধ্যমকে বলেছিলো, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দোভালকে সিদ্ধান্ত নিতে হবে নিউইয়র্কে তার সঙ্গে বৈঠক করবেন কিনা।

তবে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী দল হুরীয়াতের সঙ্গে পাকিস্তানের বৈঠকের ইস্যুতে মোদি সরকার রেড লাইন জারি করায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যকার বৈঠক বাতিল হয়ে যায়।

তাই এখন সবার অপেক্ষা নিউ ইয়র্কে মোদি আর নওয়াজের মধ্যে কোলাকুলি হবে কিনা?

Exit mobile version