অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে দেশে ফেরা ৩০ জন বিচারক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে তারা সবাই ভালো আছেন।
আদালতের ছুটি শেষ হলে এসব বিচারক কাজে যোগ দেবেন বলে সোমবার চ্যালেন আই অনলাইনকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।
গত ২৯ ফেব্রুয়ারি এই ৩০ জন বিচারক প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় যান। এরপর আইন মন্ত্রণালয় থেকে এদের জানানো হয় যে, করোনা ভাইরাসের প্রেক্ষাপটে দেশে এলেই যেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন।
সেই অনুযায়ী ১৫ মার্চ দেশে ফেরার পরই ওই বিচারকেরা হোম কোয়ারেন্টাইনে যান বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন ড. রেজাউল করিম।