বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে হেরে বসেছে আফগানিস্তান। গত কিছুদিন দারুণ খেলে চলা দলটি এখন পথ হারিয়ে ফিকে করে ফেলেছে বিশ্বকাপ যাত্রার স্বপ্নই। বৃহস্পতিবার হংকংয়ের কাছে বৃষ্টি আইনে ৩০ রানে হেরে খাদের কিনারায় এখন আফগানরা।

বুলাওয়েতে প্রথমে ব্যাট করে আফগানদের বোলিং দাপটের সামনে দারুণ লড়েছে হংকং। আনুশমান রাঠ করেছেন সর্বোচ্চ ৬৫ রান। নিজাকাত ২৮, বাবর ৩১, ম্যাকেচিনে ২৪ ও আফজালের ২২ রানে আড়াইশর কাছে যায় দলটির সংগ্রহ। ৮ উইকেটে ২৪১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় হংকং।
সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।
জবাব দিতে নেমে ইশান খানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। পাকিস্তানি বংশোদ্ভূত অফব্রেক এই বোলার নিয়েছেন ৪ উইকেট।
৫৯ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। কিন্তু ৩৮ রানের মাথায় নাজিবুল্লাহ রানআউট হয়ে ফিরলে ম্যাচ হেলে যায় হংকংয়ের দিকে। কিছুক্ষণ পর ৩২ রানে নবী সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় আফগানদের জেতার স্বপ্ন।
বৃষ্টি বাধায় একপর্যায় খেলা বন্ধ থাকলেও খেলা শুরু হলে আফগানদের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৬ ওভারে ২২৫ রান। সেখানে দলটি তুলতে পেরেছে ৯ উইকেটে ১৯৫ রান।
১০ মার্চ নেপালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আফগানরা।