চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হৃদয়-জাকির-রুবেলে উড়ল সিলেট

বিপিএলে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ জয়ে রাঙিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সকে ৩১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করল দলটি। ১০ ম্যাচের আটটিতেই জিতেছে তারা। হোম গ্রাউন্ডে তিন ম্যাচে জয় দুটিতে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতের ম্যাচে তৌহিদ হৃদয় ফিরে পেলেন নিজেকে। খেললেন ৪৯ বলে ৭৪ রানের ইনিংস। চোটের কাটিয়ে ফেরার দুই ম্যাচ পরেই চেনা ছন্দে এ তরুণ। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে জাকির হাসান রাখেন দারুণ অবদান। রায়ান বার্লের ১১ বলে ২১ ও থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ক্যামিও সিলেটকে এনে দেয় বড় সংগ্রহ।

Bkash July

২০ ওভারে ১৯২ রান তোলে চার উইকেট হারিয়ে। দুইশর কাছাকাছি লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপিএলে ধুঁকতে থাকা খুলনা দেড়শ পেরিয়ে থামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান।

শাই হোপ ২২ বলে ৩৩ ও আজম খান ১৭ বলে ৩৩ রান তুলে লড়াইয়ের আশা জাগালেও তারা আউট হওয়ার পর অসহায় আত্মসমর্পন করে খুলনা। সিলেটের পেসার রুবেল হোসেন ৪ উইকেট শিকার করে ধস নামান। বিপিএলে একশ উইকেট পূর্ণ করেন এ পেসার।

Reneta June

মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নেন। ২.১ ওভার বোলিং করে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাশরাফী।

Labaid
BSH
Bellow Post-Green View