হালদা নদীতে ডিম ছাড়ছে রুই মাছ
বিশ্বের অন্যতম প্রকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে। ভোরের জোয়ার এবং দিনের জোয়ারে শত শত নৌকা এবং নেটজাল দিয়ে ডিম সংগ্রহ করা হচ্ছে। প্রথম দফায় প্রায় ৩ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে।