
হার দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো লেস্টার সিটি। দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা হাল সিটির কাছে ২-১ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের জমাজমাট লড়াইয়ে আসর শুরুর আগেই বড় দলের হার দেখল ফুটবল প্রেমিরা। বিরতিতে যাবার আগেই ১-০ তে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ফরাসি মিডফিল্ডার রিয়াদ মাহরেজের গোলে সমতায় ফেরে লেস্টার।
কিন্তু ৫৭ মিনিটে হাল সিটি’র রবার্ট আরেকটি গোল করলে ম্যাচে আর ফিরতে পারেনি লিগের নতুন জায়ন্টরা। ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা।