Site icon চ্যানেল আই অনলাইন

হারে শুরু চ্যাম্পিয়ন নেপালের বঙ্গবন্ধু গোল্ড কাপ

ফাইল ছবি

সিলেট থেকে: গত আসরের চ্যাম্পিয়ন। একমাস আগে বাংলাদেশে সাফ খেলার অভিজ্ঞতাও আছে। কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে বসল ফেভারিট নেপাল।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ২-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় নেপাল।

৬ অক্টোবর গ্রুপের অন্যতম শক্তিশালী দল প্যালেস্টাইনের বিপক্ষে জয় না পেলে এবারের আসর থেকে খালি হাতেই ফিরতে হতে পারে গোপাল মহাজনের শিষ্যদের।

দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে বেশ জমজমাট ছিল ম্যাচ। যদিও আক্রমণে এগিয়ে ছিল তাজিকিস্তানই। এমনই এক আক্রমণ শানাতে গিয়ে ২৬ মিনিটে নেপালি ডি-বক্সে ফাউলের শিকার হন আশুরোভ। পেনাল্টি ডাকেন রেফারি। পরের মিনিটে স্পটকিকে গোল করেন তাজিকিস্তান অধিনায়ক ফাখতুলোভ ফাতখুল্লো।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে বেশ ভালভাবেই ছিল নেপাল। কিন্তু ম্যাচের ৬৫ মিনিটে দলটিকে ছিটকে দেন কমরান। ডানপ্রান্ত দিয়ে ফাখতুলোভকে বল বাড়িয়ে দিয়েছিলেন পুরো ম্যাচে দারুণ খেলা নজরভ। অধিনায়ক ফাখতুলোভ বল ধরে রাখেননি। বল উড়িয়ে কমরনের দিকে বাড়িয়ে দিতেই হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন বদলি নামা এ তাজিক ফরোয়ার্ড।

Exit mobile version